আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহ বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ‘ইতিহাসের অন্ধকার পক্ষকে’ সমর্থন দেওয়া থেকে ইরানকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৪ মে) জেলেনস্কি ইরানকে উদ্দেশ করে একটি ভিডিও ভাষণে বলেন, রুশ সন্ত্রাসীদের সহযোগী হতে আপনাদের আগ্রহ কেন? এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ডে ইরানের কী লাভ? রাশিয়ার হাতে আপনাদের অস্ত্র। এই অস্ত্র প্রতি রাতে ইউক্রেনকে আতঙ্কিত করে।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে, চলতি মাসে ক্রেমলিনে ড্রোন হামলাটি ইউক্রেনের একটি বিশেষ সামরিক বা গোয়েন্দা ইউনিট চালিয়েছেল।
হামলাটিকে ইউক্রেনের গোপন অভিযানের অংশ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেন এই হামলার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।