নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারিভাবে বিজয়ী হেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন এ পর্যন্ত ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৮০টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী হয়েছে। এতে জায়েদা পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার৯৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ২২ হাজার৭৩৭ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জায়েদা খাতুন বিজয়ী হলেন।
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হলো রাত ১ টা ১২ মিনিটে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখনও ভোট গণনার পর এ ফলাফল রিটর্নিং অফিসারে কার্যালয় থেকে জানা গেছে।
এদিকে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সব কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হয়েছে। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।
সকালে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। এছাড়া আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে ভোট দেন হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি।
অন্যদিকে নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।
এদিকে নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী মেয়র প্রার্থীরা।
এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি এবং ভোটকক্ষ তিন হাজার ৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২, নারী পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার তিন হাজার ৪৯৭ এবং পোলিং অফিসার ছয় হাজার ৯৯৪ জন।