নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১-২৫ মে) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৮৯ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গেল সপ্তাহে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৪০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ শতাংশ।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭৯ লাখ ৫২ হাজার ৪১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৩০ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ২১ হাজার ১৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮২ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ১২৭ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার টাকা, নাভানা ফার্মার ১০৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০৬ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা, জেমিনি সী ফুডের ১০৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ১০০ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার টাকা এবং সী-পার্ল হোটেলের ৮২ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।