আন্তর্জাতিক ডেস্ক : সাহায্যের জন্য ডাকা হয়েছিল পুলিশকে কিন্তু ঘটনাস্থলে এসে পুলিশ গুলি করে দেয় ১১ বছর বয়সী এক শিশু অ্যাডেরিয়ান মারেরকে। মিসিসিপির সানফ্লাওয়ার কাউন্টির ইন্ডিয়ানোলা শহরে গত শনিবার এ ঘটনা ঘটে।
জানা যায়, মিসিসিপি পুলিশ ছেলেটির দেওয়া একটি ফোনে সাড়া দিয়ে ঘরোয়া ঝামেলা মেটাতে অ্যাডেরিয়ান মারের বাড়িতে পৌঁছায়। এরপর ওই শিশুর বুকে গুলি করে পুলিশ।
শিশু অ্যাডেরিয়ানের মা জানান, গুলিবিদ্ধ হওয়ার পরে অ্যাডেরিয়ান পুলিশকে প্রশ্ন করেছিল, ‘আমি কি করেছি, আমাকে গুলি করল কেন?’ ঘটনার তদন্ত করার জন্য জড়িত ওই কর্মকর্তাকে ছুটিতে রাখা হয়েছে। খবর: বিবিসি ও সিএনএন’র।
পুলিশের গুলিতে শিশু অ্যাডারিয়ানের পাঁজর, ফুসফুস ও যকৃত ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই তাকে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে তারি চিকিৎসা শুরু হয় এবং ভেন্টিলেটর দেওয়া হয়। এখন তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনায় জড়িত সন্দেহভাজন পুলিশ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন।
ঘরোয়া বিবাদের জেরে অ্যাডারিয়ান মারে পুলিশ ডাকে। ওই শিশুর মায়ের ভাষ্য মতে, বাসায় পুলিশ এসে পিস্তল উঁচিয়ে সবাইকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলেন। পরে অ্যাডারিয়ান বাইরে আসছিল, এমন সময় পুলিশ তার বুকে গুলি করে। শিশুটির মা পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে তার শাস্তি দাবি করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আগামীকাল শনিবার ইন্ডিয়ানোলায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হোক এবং তার শরীরে থাকা ক্যামেরার ভিডিওফুটেজ প্রকাশ করা হোক।