ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

ভারতের বিপক্ষে হারের পর সুখবর পেলেন বাবর

২০২৩ সেপ্টেম্বর ১২ ২০:২১:৪৭
ভারতের বিপক্ষে হারের পর সুখবর পেলেন বাবর

ক্রীড়া প্রতিবেদক : আগস্টের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার সতীর্থ ও পাকিস্তানের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শাদাব খান এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে হারিয়ে সেরা হয়েছেন তিনি।

আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে টানা দুটি ফিফটি তুলেছিলেন বাবর আজম। এশিয়া কাপে নেপালের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন ১৫১ রানের বিধ্বংসী ইনিংস। এটি তাকে মাসের সেরা করে তোলে। এটি তার ক্যারিয়ারের তৃতীয় মাস সেরার পুরস্কার। পুরস্কার জিতে বাবর জানিয়েছেন, তার লক্ষ্য ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলা এবং পাকিস্তানের ক্রিকেট ভক্তদের আনন্দে ভাসানো।

তিনি বলেছেন, ‘আগস্টের সেরা ক্রিকেটার হতে পেরে উচ্ছ্বসিত। গত মাস আমার খুব ভালো গেছে। এশিয়া কাপ ও বিশ্বকাপে আমি ফর্মে থাকার সর্বোচ্চটা সুযোগ নিতে চাই। আমি এবং আমার দল পাকিস্তানের ক্রিকেট ভক্তদের আনন্দে ভাসাতে মুখিয়ে আছি।’

শেয়ারনিউজ, ১২ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে