ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে নতুন সবচেয়ে দামি শেয়ারের আর্বিভাব

২০২৩ সেপ্টেম্বর ১৮ ০৭:১৯:৩৫
শেয়ারবাজারে নতুন সবচেয়ে দামি শেয়ারের আর্বিভাব

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সবচেয়ে দামি শেয়ারের শিরোপা এখন হিমাদ্রি লিমিটেডের কপালে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারদর আকাশচুম্বী হতে হতে এখন এটি শেয়ারবাজারের তালিকাভুক্ত সিকিউরিটিজের মধ্যে সবচেয়ে দামী শেয়ার হয়ে ওঠেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৬ হাজার ৪৭৪ টাকায় ক্লোজিং হয়েছে। যেখানে বহুজাতিক জায়ান্ট কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি ৪ হাজার ৮৫০ টাকা শেয়ারদর নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে। এতদিন রেকিট বেনকিজারই ছিল শেয়ারবাজারে সবচেয়ে দামি শেয়ার।

চলতি বছরের ২৬ এপ্রিল হিমাদ্রির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ টাকা ৩০ পয়সায়। মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে শেয়ারটি ১৮৩ গুণ বেড়েছে।

এর আগে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে হিমাদ্রি শেয়ারের বাড়ার পিছনে কোনো কারসাজি রয়েছে কিনা তা খুঁজে বের করতে তদন্ত করার নির্দেশ দিয়েছিল।

বিএসইসি সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ডিএসই। প্রতিবেদনটি এখন কমিশনের এনফোর্সমেন্ট বিভাগের স্ক্যানারে রয়েছে।

হিমাদ্রি লিমিটেড, ইজাব গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানির মোট শেয়ার রয়েছে মাত্র সাড়ে ৭ লাখ। যার মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৯৮.৪৩ শতাংশ এবং সরকারের কাছে রয়েছে ১.৪৮ শতাংশ শেয়ার।

এর আগে বিএসইসি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের বাজারে আরও শেয়ার অফলোড করতে বলে। পরিচালকরা তখন তাদের হোল্ডিং থেকে ৩২.৭১ শতাংশ শেয়ার অফলোড করে।

১৯৭৪ সালের হিমাদ্রি লিমিটেড মূলত বাংলাদেশের উত্তরে আলুর মতো কৃষিভিত্তিক পণ্যের জন্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রদান করে থাকে। বর্তমানে রংপুর, বগুড়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুরে প্রতিষ্ঠানটির ছয়টি আলু হিমাগার রয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে হিমাদ্রি লিমিটেডকে ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা হয়। ওটিসি মার্কেটে কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ২০১৪ সালের ৪ মার্চ।

শেয়ারনিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে