ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

ইউনিক হোটেলের রেকর্ড মুনাফা, ডিভিডেন্ড বেড়েছে ৩৩ শতাংশ

২০২৩ সেপ্টেম্বর ১৮ ২০:৪৩:৫৫
ইউনিক হোটেলের রেকর্ড মুনাফা, ডিভিডেন্ড বেড়েছে ৩৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও আবাসন খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির রেকর্ড মুনাফা হয়েছে। যার কারণে গত বছরের তুলনায় এবছর কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২২ সালে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় এবছর কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৩৩.৩৩ শতাংশ।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪২ পয়সা। এরমধ্যে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম থেকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৬ পয়সা। কোম্পানিটির রাজস্ব আগের বছরের তুলনায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও, কোম্পানিটির শেয়ারবাজারে বিনিয়োগে একটি বড় মুনাফা হয়েছে। চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে বিনিয়োগ করে ১৫ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার ১৩০ টাকা মুনাফা করেছে। এতে করে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫৩ পয়সা।

অন্যদিকে, কোম্পানিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ২.৪৫ শতাংশ সাধারণ শেয়ার বিক্রি করে মূলধন রেকর্ড মূলধন লাভ করেছে। যার পরিমাণ ১১২ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৪৬৫ টাকা। এতে করে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩ টাকা ৮৩ পয়সা।

যার ফলে হঠাৎ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) রেকর্ড পরিমাণ ৬ টাকা ৪২ পয়সা হয়েছে। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৩৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৫১ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।

শেয়ারনিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে