ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

হোয়াটসঅ্যাপ চ্যানেল কীভাবে ব্যবহার করবেন?

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৭:৪৮:৪৫
হোয়াটসঅ্যাপ চ্যানেল কীভাবে ব্যবহার করবেন?

নিজস্ব প্রতিবেদক : ব্যবহারকারীদের সুবিধার্থে মেটা বিশ্বের ১৫০টি দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। এতে ব্যবহারকারীরা ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারেন। এর সবচেয়ে ভালো দিক হলো একজন ব্যবহারকারী যাকে ফলো করে, অন্য ফলোয়াররা তা দেখতে পায় না।

সংস্থাটির দাবি, এটি ব্যবহারকারী এবং অনুসরণকারীদের উভয়ের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করবে।

যেভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি-

হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো ব্যবহারকারী দেখতে পাবেন ‘আপডেট’ নামক একটি নতুন ট্যাবে। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে হোয়্যাটসঅ্যাপ আপডেট করে নিতে হবে। এখানেই ব্যবহারকারীরা সব চ্যানেল এবং তাদের পোস্ট দেখতে পাবেন, যাদের তারা ফলো করেন বা ফলো করতে চান। হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারের পদ্ধতি হলো –

* প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটি আপডেট করে নিতে হবে। ফিচারটির মধ্যেই অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ চলে এসেছে।

* হোয়াটসঅ্যাপের স্ক্রিনের ঠিক উপরের দিকে ‘আপডেটস’ ট্যাবটি দেখতে পাবেন। সেখানে ট্যাব করলেই দেখতে পাবেন একাধিক চ্যানেলের তালিকা, যেগুলো আপনি ফলো করতে চান।

* একটা চ্যানেল ফলো করতে গেলে আপনাকে প্রথমে ‘+’ বাটনে ক্লিক করতে হবে, যা আপনি চ্যানেলের নামের পাশেই দেখতে পাবেন।

* প্রোফাইলটি দেখতে চাইলেও এই চ্যানেলের নামে ট্যাপ করলেই হবে।

* চ্যানেলের যেকোনো আপডেটে আপনি রিঅ্যাক্ট করতে পারেন। তার জন্য একটা মেসেজ প্রেস করে হোল্ড করতে হবে।

শেয়ারনিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে