ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
Sharenews24

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি প্রেসিডেন্ট

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৫:৩০:৩৪
রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পাইটর হফম্যানকে রাশিয়ার ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে তাকে ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

পিওতর হফমানস্কিকে রাশিয়ান ক্রিমিনাল কোডের অধীনে ওয়ান্টেড তালিকায় করেছে। তবে তালিকায় সরাসরি তার বিরুদ্ধে কোনো ধারা উল্লেখ নেই। পুতিন ছাড়াও আইসিসির ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লুজ ডেল কারমেন ইবনেজ ক্যারাঞ্জা এবং বিচারক বার্ট্রাম স্মিথ এই তালিকায় রয়েছেন।

এর আগে চলতি বছরের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ সময়ে তার বিরুদ্ধে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে শিশুদের বাস্তচ্যুত ও জোরপূর্বক আটকে রেখে যুদ্ধাপরাধের অভিযোগ করা হয়। রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ প্রথম নয়। এর আগে আইসিসির প্রসিকিউটর করিম খানসহ বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল রাশিয়া।

আইসিসির হাতে বিচারিক সক্ষমতা থাকলেও তাদের নিজেদের গ্রেপ্তারের কোনো ক্ষমতা নেই। তবে প্রতিষ্ঠানটি তাদের সদস্যভুক্ত দেশগুলোর সহায়তায় অপরাধীদের গ্রেপ্তার ও নেদারল্যান্ডসের দি হেগে নিয়ে বিচারকার্য পরিচালনা করে।

আইসিসি এই ক্ষমতা ব্যবহার করতে পারে শুধুমাত্র সেই সব দেশে যারা তাদের আদালত প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করেছে। আদালত প্রতিষ্ঠার এই চুক্তিটি রোম সংবিধি নামে পরিচিত। রাশিয়া এতে স্বাক্ষর করেনি। ফলে দেশটির বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারছে না আইসিসি।

অন্যদিকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এড়িয়ে চলছেন। তিনি গত মাসে আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস ও চলতি মাসে জি-২০ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেননি।

শেয়ারনিউজ, ২৬ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে