ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

২০২৩ সেপ্টেম্বর ২৭ ১২:৩৬:২২
ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের বিচারক তাকে অভিযুক্ত করেন। আদালতের অভিযোগ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবার প্রতারণার মাধ্যমে তাদের সম্পদ ও সম্পত্তির মূল্য বাড়িয়েছেন। আদালতের এই ধরনের অভিযোগের ফলে তিনি রাজ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় জটিলতার সম্মুখীন হতে পারেন। খবর রয়টার্সের

ম্যানহাটনের বিচারক আর্থার অ্যাংরোন সাবেক মার্কিন প্রেসিডেন্টকে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ২ অক্টোবর এই বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। আদেশে, অ্যাংরোন নিউইয়র্কে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্প সংস্থার ব্যবস্থাপনা সহ বেশ কয়েকটি ব্যবসায়িক সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছেন। এছাড়া ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন আদালত।

আদেশে বিচারক ট্রাম্প তার ছেলে জুনিয়র ট্রাম্প এবং এরিক ও অন্য আসামিরা মিলে কিভাবে নিজেদের ব্যবসায়িব স্বার্থে সম্পত্তির মূল্য বাড়িয়েছেন তা উল্লেখ করেছেন। জালিয়াতির বিষয়ে বিচারক লিখেন, এটা কেবল তার কল্পনা, বাস্তব জগতে এর কোনো ভিত্তি নেই।

অভিযোগে বলা হয়েছে, ব্যাংকে এবং বিমা সংস্থাকে ট্রাম্প নিজের সম্পত্তির যে হিসাব দিয়েছেন, তাতে তার মূল্য অন্তত দুই দশমিক দুই তিন বিলিয়ন ডলার বেশি দেখানো হয়েছে। লোন পেতে সুবিধা হবে বলেই এভাবে নিজের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প। যা বেআইনি।

তবে অভিযোগের বিষয়ে ট্রাম্পসহ অন্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। তারা কখনো জালিয়াতির আশ্রয় নেননি বলে আদালতে জানিয়েছেন। তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আসলেই লাভজনক ছিল। এ সময় তারা আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানান।

ট্রাম্পের আইনজীবী ক্রিস্টোফার কিসে বলেন, আজকের এ নিদারুণ রায়টি বাস্তবতা এবং ব্যবসা পরিচালনা আইন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এ রায়ের বিরুদ্ধে তিনি ও তার পরিবার আপিল করে আদালতের কাছে প্রতিকার চাইবেন।

আগামী বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। তার নির্বাচনের ঘোষণার পর একের পর এক মামলার বিষয়টি সামনে আসছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ফল পাল্টে দেওয়ার চেষ্টাসহ বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এসব মামলায় গ্রেপ্তারও হয়েছেন। পরে অবশ্য কয়েক মিনিটির মাথায় জামিনও পেয়েছেন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্টেদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে আদালতে তার হেডশটও নেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে