ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

ডিএসইতে গড় লেনদেন নেমেছে সাড়ে ৪৫০ কোটি টাকায়

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১১:৩২:১০
ডিএসইতে গড় লেনদেন নেমেছে সাড়ে ৪৫০ কোটি টাকায়

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী (২৪-২৭ সেপ্টেম্বর) সব ধরনের মূল্য সূচকের পতন হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪৩.৩৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে গড়ে প্রতিদিন ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৮০০ কোটি ৯৬ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৩৪৭ কোটি ৩৮ লাখ টাকার বা ৪৩.৩৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধান ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫.১১ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫.৭৫ পয়েন্ট কমে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে ০.৩৭ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।

শেয়ারনিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে