ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার

২০২৩ অক্টোবর ০১ ০৯:৪২:৫৬
আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার

ক্রীড়া প্রতিবেদক : আগামী ০৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অনেক দল লড়বে বিশ্বের সেরাদের খেতাবের জন্য। এবারের বিশ্বকাপে কে হবেন চ্যাম্পিয়ন, তা নিয়ে শুরু হয়েছে বাজি ধরার সময়। এতে সাবেক ক্রিকেটাররাও রয়েছেন।

অন্যদের মতো ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারও সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়নদের বেছে নিয়েছেন। ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসলেও তার বাজি মোটেও রোহিত শর্মা কিংবা বাবর আজমরা নন। তাহলে গাভস্কারের ফেভারিট দল কোনটি?

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার মনে করেন, এবারও ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আর তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের বোলিং বিভাগ সব দলের চেয়ে সেরা এবং শক্তিশালী। তাছাড়া ইংল্যান্ড দলে এমন তিন জন আলরাউন্ডার রয়েছেন, যারা যে কোনো ম্যাচের রং নিমিষে বদলে দিতে পারেন।'

তার কথায়, ‘শুধু যে ইংল্যান্ড দলে বিশ্বের সেরা তিন অলরাউন্ডার ও শক্তিশালী বোলার রয়েছেন তাই নয়। জস বাটলারের দলের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ অন্যান্য দলের চেয়ে অনেক এগিয়ে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান একাধিক খেলোয়াড়ও রয়েছেন। যারা চলতি বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স করতে পারেন।'

উল্লেখ্য আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই গতবারের রানার্স নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

শেয়ারনিউজ, ০১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে