কনফিডেন্স সিমেন্টের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছে কর পরিদর্শন পরিদপ্তর। কোম্পানিটি কর ফাাঁকি দিতে আয়কর আইন-বহির্ভূতভাবে প্রায় ৯৫ কোটি টাকা হস্তান্তর করেছে এবং কাঁচামাল ও মেশিনারিজের মূল্য ৫৯ কোটি টাকা কম দেখিয়েছে। কোম্পানিটির প্রদেয় কর আদায় করতে কর অফিসকে নির্দেশ দেয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
সূত্রমতে, কর পরিদর্শন পরিদপ্তর কর অঞ্চল-১, চট্টগ্রামের সার্কেল-৭ (কোম্পানিজ) ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের পরিদর্শন প্রতিবেদন দেয়ার উদ্যোগ নেয়। এরই পরিপ্রেক্ষিতে ওই সার্কেলের পাঁচটি কোম্পানি ও একজন করদাতার আয়কর নথি পর্যালোচনা করে প্রতিবেদন দেয়া হয়, যাতে কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের আয়কর নথি যাচাই করে অনিয়ম উঠে আসে।
কর পরিদর্শন পরিদপ্তর থেকে দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, কনফিডেন্স সিমেন্টের ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন যাচাই করা হয়েছে। রিটার্নে ইক্যুইটি খাতে ‘রিজার্ভ অ্যান্ড সারপ্লাস’ এবং ‘রিটেইন আর্নিংস’-এ (৪৩৬,৮৯,২৯,৬১৮-৩৪১,৭৪,১৫,৪৬৭) বা ৯৫ কোটি ১৫ লাখ ১৪ হাজার ১৫১ টাকা হস্তান্তর করা হয়েছে। করদাতা কোম্পানির পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধিত নিট আয় দেখানো হয়েছে ৪৭ কোটি ৪৫ লাখ ২১ হাজার ১৯৮ টাকা। ‘আয়কর আইন, ২০২৩’-এর ২২ ধারা অনুযায়ী, করদাতা কোম্পানি ৩৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৮৩৮ টাকা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং রিটেইন আনিংসে হস্তান্তর করতে পারবে।
২২ ধারায় বলা হয়েছে, সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস, সঞ্চিতি (রিজার্ভ), উদ্বৃত্ত (সারপ্লাস) ইত্যাদির ওপর করারোপÑএই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো করবর্ষে কোম্পানি আইন, ১৯৯৪-এর (১৮ নং আইন) অধীনে নিবন্ধিত এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক সংরক্ষিত আয়ে অথবা কোনো তহবিল, সঞ্চিতি বা উদ্বৃত্তে যে নামেই অভিহিত হউক না কেন, পূর্ববর্তী করকর্ষের কর পরিশোধিত নিট আয় হতে অর্থ স্থানান্তর করিয়া থাকে এবং এই স্থানান্তরিত অর্থের পরিমাণ পূর্ববর্তী করবর্ষে কোম্পানি কর্তৃক যেই পরিমাণ অর্থ স্থানান্তরিত হয়েছে, তার ওপর ১০ শতাংশ হারে কর প্রদেয় হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, কনফিডেন্স সিমেন্ট কোম্পানি আয়কর আইন-বহির্ভূতভাবে ৯৫ কোটি ১৫ লাখ ১৪ হাজার ১৫১ টাকা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং রিটেইন আর্নিংসে হস্তান্তর করেছে। ২২ ধারা অনুযায়ী ২০২০-২১ করবর্ষে আইন বহির্ভূতভাবে হস্তান্তর করা এই টাকার ওপর ১০ শতাংশ হারে ৯ কোটি ৫১ লাখ ৫১ হাজার ৪১৫ টাকা কর আদায় করতে হবে।
অন্যদিকে কনফিডেন্স সিমেন্টে ২০২১-২২ করবর্ষের রিটার্নে আমদানি কাঁচামাল ও মেশিনারিজ খাতের যে ব্যয় বা মূল্য দেখানো হয়েছে, সেখানেও অনিয়ম পেয়েছে পরিদর্শন পরিদপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির বার্ষিক প্রতিবেদন বা অডিট রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ করবর্ষে মোট ২৭৯ কোটি ২২ লাখ ৫২ হাজার ৫৬৩ টাকার কাঁচামাল আমদানি দেখানো হয়েছে। এছাড়া স্থায়ী সম্পদ সংযোজনে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ খাতে আমদানি করা ক্যাপিটাল মেশিনারিজের মূল্য দেখানো হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা। কাঁচামাল ও মেশিনারিজের মোট মূল্য দেখানো হয়েছে ২৯২ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৩২৮ টাকা।
পরিদর্শন পরিদপ্তরের কর্মকর্তারা এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে কনফিডেন্স সিমেন্টের ২০২১-২২ করবর্ষের আমদানির তথ্য যাচাই করেছে। এতে দেখা গেছে, ২০২১-২২ করবর্ষে কোম্পানির আমদানি করা কাঁচামাল ও মেশিনারিজের মোট মূল্য ৩২৪ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার ৫৩০ টাকা। সে হিসেবে করদাতা কোম্পানি ওই করবর্ষে কাঁচামাল ও মেশিনারিজের মূল্য কম দেখিয়েছে (৩২৪,৮৩,৭৫,৫৩০-২৯২,৫৫,৪৪,৩২৮) ৩২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ২০২ টাকা। প্রতিষ্ঠান করফাঁকি দিতে কম মূল্য দেখিয়েছে। আয়কর আইনের ২০ ধারা অনুযায়ী, ৩২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ২০২ টাকার ওপর ৫০ শতাংশ হারে ১৬ কোটি ১৪ লাখ ১৫ লাখ ৬০১ টাকা কর প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে।
অন্যদিকে কনফিডেন্স সিমেন্ট ২০২০-২১ করবর্ষেও ২০২১-২২ করবর্ষের মতো একইভাবে কাঁচামাল ও মেশিনারিজের মূল্য কম দেখিয়ে অনিয়ম করেছে। রিটার্নে যাচাইয়ে দেখা গেছে, কোম্পানি দাখিল করা বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ করবর্ষে কাঁচামাল আমদানি দেখানো হয়েছে ২৪৭ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৬২৯ টাকা। এছাড়া প্লান্ট মেশিনারিজ খাতে আমদানি করা ক্যাপিটাল মেশিনারিজ দেখানো হয়েছে আট কোটি ৯০ লাখ ১১ হাজার ৫৩৬ টাকা। ওই করবর্ষে আমদানি কাঁচামাল ও মেশিনারিজ দেখানো হয়েছে মোট ২৫৬ কোটি তিন লাখ ৭৫ হাজার ১৬৫ টাকা।
কর কর্মকর্তারা এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড থেকে ২০২০-২১ করবর্ষের প্রতিষ্ঠানের আমদানির তথ্য নিয়েছে, যাতে দেখা গেছে, কোম্পানি ওই করবর্ষে মোট ২২৯ কোটি ছয় লাখ ৬৮ হাজার ৩৫৬ টাকা কাঁচামাল ও মেশিনারিজ আমদানি করেছে। সে হিসেবে ওই করবর্ষে কোম্পানি কাঁচামাল ও মেশিনারিজ খাতে কম দেখিয়েছে, (২৫৬,০৩,৭৫,১৬৫-২২৯,০৬,৬৮,৩৫৬) ২৬ কোটি ৯৭ লাখ ৬ হাজার ৮০৯ টাকা। আইনের ২০ ধারা অনুযায়ী এর ওপর ৫০ শতাংশ হারে প্রযোজ্য কর ১৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৪০৪ টাকা। এসব অনিয়ম করায় ২১৩ ধারা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে কর অফিসকে প্রতিবেদনে নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিবেদনে অন্যান্য কয়েকটি অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, কোম্পানি করদাতা ২০২১-২২ করবর্ষে সিমেন্ট প্লান্ট খাতে ফ্যাক্টরি বিল্ডিংয়ে চার কোটি ৫৬ লাখ চার হাজার ৮০৮ টাকা; ফার্নিচার-ফিক্সার ও অফিস ইক্যুইপমেন্ট খাতে ৩৯ লাখ ৪৫ হাজার ৮৩৫ টাকা ও রেডিমিক্স প্লান্ট খাতে ৯৪ হাজার ৮১৮ টাকা প্রদর্শন করেছে।
এছাড়া একই করবর্ষে সিমেন্ট প্লান্ট ও রেডিমিক্স খাতে স্থানীয়ভাবে কাঁচামাল ক্রয় দেখিয়েছে ১৯ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৬৭৮ টাকা। প্যাকিং ম্যাটেরিয়াল খাতে ক্রয় দেখিয়েছে ২৬ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ৯৩৫ টাকা। কিন্তু কোনো খাতে উৎসে কর কর্তন করেনি।
একইভাবে ২০২০-২১ করবর্ষে সিমেন্ট প্লান্ট হেডের ফ্যাক্টরি বিল্ডিং খাতে এক কোটি ২২ লাখ এক হাজার ৩৭০ টাকা, ফার্নিচার-ফিক্সার ও অফিস ইক্যুইপমেন্ট খাতে এক কোটি তিন লাখ ছয় হাজার ৭৩৯ টাকা, রেডিমিক্স প্লান্ট হেডের ফার্নিচার-মিক্সার ও অফিস ইক্যুইপমেন্ট খাতে ১৫ লাখ ৭২ হাজার ২৮৮ টাকা, সিমেন্ট প্লান্ট ও রেডিমিক্স খাতে স্থানীয়ভাবে কাঁচামাল ক্রয় ১১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৫৯৭ টাকা ও ১৩ কোটি ৭২ লাখ ২০ হাজার ৪৯ টাকা, প্যাকিং ম্যাটেরিয়াল খাতে ক্রয় ১৯ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ৯৯৬ টাকা দেখিয়েছে। কিন্তু কোনো খাতে উৎসে কর কর্তন করেনি। উৎসে কর কর্তন না করায় ২১৩ ধারা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে কর অফিসকে নির্দেশ দেয়া হয়েছে।
শেয়ারনিউজ, ০৩ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- সারাদেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৪১ জন
- ‘শাহজাহান ওমর আওয়ামী লীগে বিএনপির রিফিউজি’
- আওয়ামী লীগের প্রার্থী স্বামী, স্ত্রী স্বতন্ত্র প্রার্থী
- শেষ সময়ে আ.লীগের প্রার্থী হলেন এমপি পঙ্কজ নাথ
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড অনুমোদন
- নতুন নামে আসছে আরএন স্পিনিং
- গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল দুই ইসলামী দল
- হোয়াটসঅ্যাপে আসছে এআই চ্যাট ফিচার
- তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ জনকে শোকজ
- সরকারি প্রটোকল নিয়ে মনোনয়ন জমা দিলেন হুইপ সামশুল হক চৌধুরী
- হাইকোর্টে জিতলেন নোবেল বিজয়ী ইউনূস
- নৌকার প্রার্থী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
- খোঁজ মিলল পৃথিবীর অষ্টম আশ্চর্যের
- দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মাঝ আকাশে স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া, বিমানের জরুরি অবতরণ
- সাত কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে দুই কোম্পানি
- ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি
- ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
- উত্থানের নেপথ্যে ৫ কোম্পানির শেয়ার
- শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
- এবারও নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না : টিআইবি
- ‘বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে নেই’
- লেনদেনে ফিরেই চমক দেখাল কোম্পানিটির শেয়ার
- স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিএসইসি’র নতুন নির্দেশনা
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য সাদেকা হালিম
- ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
- বাজার ইতিবাচক হলেও পেছনে হাঁটা কোম্পানির সংখ্যা বেড়েছে
- বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- চাকরি দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক
- নিখোঁজ স্বামীর খোঁজে ঋতুপর্ণা
- বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর
- ইইউ যা বলেছে আমরাও তা-ই চাই : ওবায়দুল কাদের
- অ্যাকাউন্ট থেকে টাকা তোলার লিমিট বেঁধে দিল ব্যাংক “খবরটি শিরোনামে ভারত উল্লেখ হওয়া দরকার ছিল”
- অফিসের মিটিংয়ে উদোম দেহে ম্যাসাজ নিচ্ছেন এয়ার এশিয়া প্রধান
- গ্রামীণফোন গ্রাহকদের জন্য বড় সুখবর
- সরকারি কর্মচারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবারও সুখবর
- ‘বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন’
- প্রবাসীরা ছুটিতে দেশে আসলেই ভিসা বাতিল
- নতুন ভূমি আইনে ৭ ধরনের দলিল বাতিল
- টানা তিন দিন বন্ধ থাকতে পারে ব্যাংক-বিমা-শেয়ারবাজার
- নতুন আইনে করদাতাদের রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে দুঃসংবাদ
- ধ্বংসের দ্বারপ্রান্তে ন্যাশনাল ব্যাংক!
- করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি অ্যাক্সেস চায় এনবিআর
- আরও ১১ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ডাটা সেন্টার স্থানান্তর করবে প্রাইম ব্যাংক
- ব্যাংক অ্যাকাউন্টে যেসব লেনদেন আয়করের আওতায় পড়বে
- তৃতীয় সন্তান হলে ১২ লাখ টাকা বোনাস, সঙ্গে ১ বছরের বেতনসহ ছুটি
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- সরকারি গাড়ির ছবি শেয়ার করে বিপাকে সরকারি কর্মকর্তারা!
- বেক্সিমকো শেয়ারের লেনদেনে হঠাৎ চমক
- ব্যাংক এশিয়ার পদত্যাগী এমডিকে ফেরানো গেল না
- ৩০ শতাংশ শেয়ার ধারণের খবরে ৮ কোম্পানির শেয়ার চাঙ্গা
- একীভূত হওয়ার বড় প্রভাব দুই কোম্পানির শেয়ার দামে
- স্বপ্ন চুরমার, কানাডায় পড়তে যাওয়া মানে, নরক যন্ত্রণা!
- এবার ৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- বিএনএম’র দায়িত্ব নিচ্ছেন মেজর হাফিজ, আসছে আরও চমক
- শেয়ারবাজারের তিন রুগ্ন কোম্পানির মালিকের শত কোটি টাকার বিয়ে
- ‘মমতাজের জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা’
- বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস
- বিছানার অর্ধেক ভাড়া দিয়ে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন তরুণী
- শেয়ারবাজারে চালু হবে শর্টসেল
- তিতাস গ্যাস গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- সঞ্চয়পত্র বিক্রিতে সুখবর
- তালিকাভুক্ত কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণে হার্ডলাইনে যাচ্ছে বিএসইসি
- দেশে প্রথম পিতৃত্বকালীন ছুটির বিধান চালু
- যেখানে বিনিয়োগে টাকাও নিরাপদ থাকে, মুনাফাও পাওয়া যাচ্ছে ব্যাংকের চেয়ে বেশি
- বিয়ের ৯ মাস পরেও স্পর্শ করেনি স্বামী! থানায় হাজির মহিলা