ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যেভাবে ফিরে পাবেন ডিলিট হওয়া ছবি

২০২৩ অক্টোবর ০৫ ১৮:৪৭:৩৪
যেভাবে ফিরে পাবেন ডিলিট হওয়া ছবি

নিজস্ব প্রতিবেদক : বর্তমান আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন। আর সেই স্মার্টফোনে নানা মুহূর্তের ছবি আমরা অনেকেই তুলে রাখি। কিন্তু অনেক সময় অসতর্কতায় ডিলিট হয়ে যায় গুরুত্বপূর্ণ এসব ছবি। আবার কখনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইচ্ছাকৃতভাবে ডিলিট করা যেকোনো ছবি।

এসব ছবি ফিরে পেতে অনেকেই নানাভাবে চেষ্টা করেন। কিন্তু সঠিক পদ্ধতি জানা না থাকায় আমরা তা ফিরে পাইনা। এজন্য আমাদের কিছুটা মন খারাপও হয়। কিন্তু সঠিক পদ্ধতি জানলে সহজেই হারিয়ে যাওয়া বা ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন।

তাহলে চলুন আর দেরি না করে এক নজরে দেখে নেয়া যাক কীভাবে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো সহজেই পুনরুদ্ধার করা যায়-

কেউ যদি নিজের ফোনে গুগল ফটোস ব্যাকআপ চালু করে রাখেন তাহলে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো খুব সহজেই পুনরুদ্ধার করা যেতে পারে। এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে।

প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের গুগল ফটোস অ্যাপে যেতে হবে। এরপর স্ক্রিনের নিচে থাকা ‘লাইব্রেরি’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ট্রাশ’ ফোল্ডার অপশনে ক্লিক করতে হবে। এরপর যে ছবিগুলো পুনরুদ্ধার করতে চান তা বেছে নিতে হবে। এবার ‘রিস্টোর’ অপশনে ক্লিক করতে হবে।

এভাবে ডিলিট হয়ে যাওয়া ছবি আবার ফোনের গ্যালারিতে ফিরে আসবে। কিন্তু ফটো ব্যাকআপ ব্যবহার না করে, অন্য পদ্ধতি অবলম্বন করেও ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব। এর জন্য গুগল প্লে স্টোর থেকে একটি ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে।

গুগল প্লে স্টোরে বিভিন্ন ধরনের ফটো রিকভারি অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার করে ডিলিট করা ফটো ফিরিয়ে আনা যায়। একনজরে দেখে নেয়া যাক সেই উপায়–

গুগল প্লে স্টোর থেকে ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করে ফোনে ইন্সটল করতে হবে। অ্যাপটি ইন্সটল করার পর ডিভাইসের স্টোরেজে অ্যাক্সেস দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এরপর সেখান থেকে ছবিগুলো নির্বাচন করতে হবে, যা আপনি পুনরুদ্ধার করতে চান। এরপর সেই স্টোরেজ লোকেশন নির্বাচন করতে হবে, যা স্ক্যান করতে চান। স্ক্যান শুরু হলে সেটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর যে ছবিগুলো পুনরুদ্ধার করতে চান তা নির্বাচন করতে হবে এবং ‘রিস্টোর’ অপশনে ক্লিক করতে হবে।

শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে