ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

দুই দিনের পতনেই শেয়ারবাজারে কাঁপন শুরু

২০২৩ নভেম্বর ২০ ১৫:১৮:৪৫
দুই দিনের পতনেই শেয়ারবাজারে কাঁপন শুরু

নিজস্ব প্রতিবেদক : আগের সপ্তাহের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ২৫৭ পয়েন্ট। আর সপ্তাহের শেষ কর্মদিবসেও একই ছিল। অর্থাৎ ৬ হাজার ২৫৭ পয়েন্ট।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইর সূচক কমেছে প্রায় ১৭ পয়েন্ট। আজ দ্বিতীয় কর্মদিবস সোমবার কমেছে প্রায় সাড়ে ১৪ পয়েন্টের বেশি। দুই দিনে সূচক কমেছে ৩১ পয়েন্টের বেশি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দুই দিনের পতনেই কাঁপন ধরেছে শেয়ারবাজারে।

বিনিয়োগকারীরা বলছেন, বর্তমানে দেশে নির্বাচনের বাতাস বইছে। বিরোধী দল বিএনপি নির্বাচনের বিরোধিতা করলেও তা ধোপে টিকছে না। আওয়ামী লীগ শরীক দলগুলোকে নিয়ে নির্বাচন সম্পন্ন করে ফেলবে। এমন অবস্থায় বাজারতো এভাবে পড়ার কথা নয়। তারপরও যেভাবে ঝুাঁকুনি দিয়ে বাজার নামছে, তা ভালো লক্ষণ নয় বলে মনে করছেন তারা।

আজ উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। তবে সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে ৬ গুণের বেশি কোম্পানির শেয়ারদর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৬.৫৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৭১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫১.০৪ পয়েন্টে এবং দুই হাজার ১০৫.৮১ পয়েন্টে।

ডিএসইতে ২৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির বা ৬.৪৬ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১২৪টির বা ৪২.১৮ শতাংশের এবং ১৫১টির বা ৫১.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯ কোটি ৯৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ২৬.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৯.৩১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৫.১৮ পয়েন্ট,সিএসই-৩০ সূচক ২.২৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.১২ পয়েন্ট এবং সিএসআই ১.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫২.৫৬ পয়েন্টে, ১৩ হাজার ২৮৫.৮৬ পয়েন্টে, একহাজার ৩০৩.০২ পয়েন্টে এবং একহাজার ১৬৭.৩৩ পয়েন্টে।

আজ সিএসইতে ১৩২টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে