ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪
Sharenews24

শেয়ারবাজারের দুই কোম্পানির নাম পরিবর্তন

২০২৩ নভেম্বর ২২ ০১:৪৯:৫২
শেয়ারবাজারের দুই কোম্পানির নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানি দুটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

এই লক্ষ্যে ব্যাংক দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। তারই আলোকে ব্যাংক দুটিকে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্র জানিয়েছে, এখন থেকে ব্যাংকটির নাম ‘ওয়ান ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘ওয়ান ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। মঙ্গলবার থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হয়েছে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

এদিকে, ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। মঙ্গলবার থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হয়েছে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে