ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪
Sharenews24

বড় উত্থানের পেছনে ৭ কোম্পানির অবদান

২০২৪ জানুয়ারি ১৬ ১৭:১২:৫৬
বড় উত্থানের পেছনে ৭ কোম্পানির অবদান

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের বড় উত্থানের ধারাবাহিকতায় আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও (১৬ জানুয়ারি) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচক বেড়েছে সাড়ে ১৩ পয়েন্ট। সূচকের এমন উত্থানের নেপথ্যে ছিল ৭ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-খান ব্রাদার্স, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, কোহিনুর কেমিক্যাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, হাইডেলবার্গ সিমেন্ট ও লাফার্জহোলসিম বাংলাদেশ।

কোম্পানিগুলো মধ্যে সবচেয়ে বেশি সূচক তুলেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে আজ ১১ টাকা ৬০ পয়সা। যার ফলে ডিএসইর সূচক বৃদ্ধিতে কোম্পানিটির অবদান ছিল ২.০২ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচক বৃদ্ধিতে স্কয়ার ফার্মার অবদান ছিল ২.২১ পয়েন্ট, ইউনিক হোটেলের ২.০৯ কোহিনুর কেমিক্যালের ১.৮৯ পয়েন্ট, বিএসসির ১.৫৫ পয়েন্ট, হাইডেলবার্গ সিমেন্টের ১.০৮ পয়েন্ট এবং লাফার্জহোলসিম বাংলাদেশের ০.৭১ পয়েন্ট।

কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ায় আজ ডিএসইর সূচক উত্থানে ভূমিকা ছিল প্রায় ১০ পয়েন্ট।

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে