ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪
Sharenews24

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

২০২৪ মে ০৫ ২২:৪০:৫৮
ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের বিদ্যমান পর্ষদ আবারও ভেঙে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। রোববার (০৫ মে) একই সঙ্গে মালিকপক্ষের প্রতিনিধি খলিলুর রহমানকে প্রধান করে নতুন পরিচালনা পর্ষদও গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকটির বর্তমান পর্ষদ ভেঙ্গে দেওয়ায় আগের পর্ষদের পারভিন হক শিকদারসহ অধিকাংশ পরিচালকই বাদ পড়েছেন।

এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করতে মালিকপক্ষের প্রতিনিধিকে চেয়ারম্যান করে পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। যাতে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত হয়।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর ব্যাংকটিন বোর্ড বিলুপ্ত করে নতুন বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংক।

সে সময়ে নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সৈয়দ ফরাদ আনোয়ারকে। বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন।

এছাড়া পরিচালক হিসেবে ছিলেন পারভীন হক সিকদার, খলিলুর রহমান, মো. সফিকুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে