ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
Sharenews24

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দেড় ডজন কোম্পানির শেয়ার

২০২৪ মে ০৬ ১৬:১১:০৩
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দেড় ডজন কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (০৬ মে) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারে ব্যাপক উত্থানের ফলে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করছে দেড় ডজন বা ১৮টি কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এস্কোয়ার নিট কম্পোজি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ (আইসিবি), আমান কটন, ইয়াকিন পলিমার, কুইন সাউথ টেক্সটাইল, গ্লোবাল হেভিকেমিক্যাল, লুবরেফ বাংলাদেশ, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিকস, ডরিন পাওয়ার, ফারইস্ট নিটিং, সাইফ পাওয়ারটেক, মিথুন নিটিং, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, মেট্রো স্পিনিং, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড এবং পেনিন সুলা।

জানা যায়, এই ১৮ কোম্পানির দর উল্লেখযোগ্য হারে বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করায় এর ক্রেতা থাকলেও বিক্রেতা সঙ্কট ছিল। যে কারণে এসব কোম্পানির শেয়ার ক্রয় করতে পারেনি বিনিয়োগকারীরা।

প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এস্কোয়ার নিট কম্পোজিটের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে সর্বশেস ২৪ টাকায় ২০ পয়সায় লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশনের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে সর্বশেস ৫২ টাকায় ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে আমান কটনের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে সর্বশেস ২১ টাকায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইয়াকিন পলিমারের ৯.৯৪ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৯.৯৩ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালের ৯.৮৩ শতাংশ, লুবরেফ বাংলাদেশের ৯.৮০ শতাংশ, গোল্ডেন সনের ৯.৭৬ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৯.৭৬ শতাংশ, ডরিন পাওয়ারের ৯.৬৯ শতাংম, ফারইস্ট নিটিংয়ের ৯.৬৯ শতাংশ, সাইফ পাওয়াটেকের ৯.৬৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৬৬ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৯.৬১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৫৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৪৯ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৭ শতাংশ এবং পেনিন সুলার ৯.০৯ শতাংশ দর বেড়েছে।

শেয়ারনিউজ ২৪, ০৬ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে