ঢাকা, ২৬ আগস্ট ২০১৬: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এমজেএল বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে লেনদেনে এ কোম্পানিটির দাপুটে অবস্থা অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় সপ্তাহের ব্যবধানে ডিএসইর সর্বমোট লেনদেনের প্রায় ৫ শতাংশ এ কোম্পানির উপর ভিত্তি করে সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি পুরো সপ্তাহে ৭৭ লাখ ২৯ হাজার ৬১৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৮৬ কোটি ২২ লাখ ৯ হাজার টাকা। এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার দর বেড়েছে ২ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি সপ্তাহজুড়ে ৪৭ লাখ ৯৬ হাজার ৪০৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৭৫ কোটি ৮৯ লাখ ১৭ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের ১৫ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি সপ্তাহজুড়ে ৪৬ লাখ ৮৫ হাজার ৪৬৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৬৭ কোটি ৭৯ লাখ ১৯ হাজার টাকা।
এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, আমান ফিড, একমি ল্যাবরেটরিজ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারনিউজ/ডেস্ক/৫.০৭