ঢাকা, ২৭ আগস্ট ২০১৬: পুঁজিবাজারের জ্বালানি ও বিদ্যুত খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার ও তালিকাচু্ত্য কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ারের একীভূককরণ নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিএসইসি)।
মতিঝিলের দিলকুশায় শুক্রবার (২৬ আগস্ট) এক জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রে জানা গেছে।
চার সদস্য বিশিষ্ট এ কমিটির প্রধান হলেন- বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। বাকী তিন সদস্য হলেন- পরিচালক মনসুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও উপ-পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার।
এই কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দিশ দিয়েছে কমিশন।