ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

মার্কেন্টাইল ইন্সুরেন্সের শেয়ার কারসাজিকারীর জরিমানা

২০২৪ জুলাই ০৮ ১৪:০৯:০৭
মার্কেন্টাইল ইন্সুরেন্সের শেয়ার কারসাজিকারীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে নুজহাত নাহার তিশাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির শেয়ার কারসাজিকারীর জরিমানা করে সম্প্রতি এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিএসই সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৭ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ডিএসইর একটি তদন্ত কমিটি প্রায় ৪ মাসে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনা তদন্ত করে।

তদন্তে নুজহাত নাহার তিশার কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক দর বাড়ানোর তথ্য উঠে আসে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ওই ৪ মাসে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২৪ টাকা ৮০ পয়সা থেকে ৪৬ টাকা ১০ পয়সায় উঠানো হয়। সেই হিসাবে প্রায় ৪ মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বাড়ে ৮৬ শতাংশ।

বিনিয়োগকারী নুজহাত নাহার তিশার বিরুদ্ধে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা তাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে