ঢাকা, ২৭ আগস্ট ২০১৬: পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোলড স্টীলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড আগামীকাল ২৮ আগস্ট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।
আজ সকালে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, ১৭ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট তৈরি সম্পন্ন হয়েছে। তাই আগামী ২৮ আগস্ট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
কোম্পানিটি আরও জানায়, প্রায় ২৪৭ কোটি টাকা ব্যয়ে জাপানের কারিগরি সহায়তায় ২ ইউনিট বিশিষ্ট ১৭ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন সম্পন্ন করা হয়েছে।
উৎপাদিত বিদ্যুৎ এস আলম কোল্ড রোলড স্টীলের বিভিন্ন প্রকল্পে সরবরাহ করা হবে। বাকী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পল্লী বিদ্যুৎ বোর্ড এবং অনান্য খাতে বিক্রি করা হবে।
সহযোগী বিদ্যুৎ কোম্পানিটির বার্ষিক টার্নওভার হবে ১০৮ কোটি টাকা।