ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কোটা আন্দোলনের নেতৃত্বে কে, যা জানালেন ওবায়দুল কাদের

২০২৪ জুলাই ১৬ ১৬:০৪:০১
কোটা আন্দোলনের নেতৃত্বে কে, যা জানালেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করে বিএনপি ও জামায়াতের পাশাপাশি তাদের সমমনা দল এ আন্দোলনকে ভিন্ন রূপ দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার বলেননি। একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচিত সরকারকে উৎখাত করতে দেশে- বিদেশে ষড়যন্ত্র হচ্ছে।

কাদের বলেন, একুশে আগস্টের মাস্টারমাইন্ড লন্ডনে বসে এই আন্দোলনের দিক নির্দেশনা দিচ্ছেন। অরাজনৈতিক আন্দোলনকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র করছেন তিনি। বি

তিনি বলেন, এনপি-জামাতের কোন নেতা, কোন স্পটে থেকে সন্ত্রাসী কার্যক্রম করবে, তারেক রহমান সেই নির্দেশনাও দিচ্ছেন। বিএনপি আন্দোলনে বার বার ব্যর্থ হয়ে কোটা আন্দোলনের ওপর ভর করে আন্দোলনের ফসল তুলতে চেয়েছিল বলেও দাবি করেন কাদের।

তিনি আরও বলেন, এই আন্দোলনের কুশীলব জামাত-বিএনপি তাদের স্বরূপে উন্মোচিত হয়েছে। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে এই ‘অপশক্তি’র বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলন তা প্রতিহত করা হবে। ধৈর্য ধারণ করা মানে নীরবতা নয়, সময় মতো ব্যবস্থা নেয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিনা উস্কানিতে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের ওপর নির্বিচার হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রী বলেন, এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষে কথা বলছে। এটা স্পষ্ট এর পেছনে রয়েছে বিএনপি জামাত।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জামাতের ক্যাডাররা জোর করে ছাত্রদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে। সোমবার বিনা উষ্কানিতে ছাত্রলীগসহ সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়েছে। ছাত্রলীগের অন্তত ৫শ নেতাকর্মী আহত। ২ জন নেতা গুলিবিদ্ধ। ছাত্রলীগের বিভিন্ন নেতার ভূয়া ছবি ব্যবহার করে বিভিন্ন পেজে অপপ্রচার করছে।

তিনি আরও বলেন, কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতের বিষয়। আদালত ছাড়া অন্য কোনো উপায় বা বল প্রয়োগ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে