পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুাৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ারের সঙ্গে এ গ্রুপের তিন কোম্পানি একীভূতকরণ ইস্যুতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত বুধবার এ কমিটি গঠন করেছে ডিএসইর ব্যবস্থাপনা কমিটি। আজ শনিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নিয়ন্ত্রন সংস্থার পর এবার সামিটের একীভূতকরণের জন্য ডিএসই তদন্ত কমিটি গঠন করলো।
এর আগে সামিট পাওয়ার ও তালিকাচু্ত্য কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ারের একীভূককরণ নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিএসইসি)। শুক্রবার (২৬ আগস্ট) মতিঝিলের দিলকুশায় এক জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় বিএসইসি।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারীকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করেছে ডিএসই। এর বাকী দুই সদস্য হলেন সিটিও জিয়াউল করিম ও ওয়াহিদুজ্জামন। এ কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে বিএসইর করা কমিটিকে সব ধরণের সহযোগিতার জন্য নির্দেশ দিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ।
এর আগে গত বুধবার সামিট পাওয়ারের একীভূত করণ নিয়ে জরুরি বৈঠক করেন বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামী। এতে বিএসইসি, ডিএসই, সিএসই ও সিডিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করে। পরে ওই দিন রাত্রে উভয় স্টক এক্সচেঞ্জ সামিট পাওয়ারের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।
গত শুক্রবার সামিট ইস্যুতে ৪ সদস্যের তদন্ত কমিটি করে বিএসইসি। ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে। বাকি ৩ সদস্য হলেন পরিচালক মনসুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও উপ-পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার। এই কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
জানা গেছে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুসারে উচ্চ আদালতে ৩কোম্পানিকে সামিট পাওয়ারের সঙ্গে একীভূতকরণের অনুমোদন চাওয়া হলে শর্তসাপেক্ষে গত ১৪ জুলাই সামিট গ্রুপের ৩ কোম্পানির একীভূতকরণের চূড়ান্ত অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বেঞ্চ। এর আগে বিধি মোতাবেক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিরও অনুমোদন নেয় কোম্পানি দুটি।
সামিট পূর্বাঞ্চলের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯টি শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা।সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৬৬৮টি এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৪৭৫টি শেয়ার দেওয়া হয়।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডকে গত মঙ্গলবার বাজার থেকে থেকে তালিকাচ্যুত (ডি-লিস্টেড) করার সিদ্ধান্ত নেয় দুই স্টক এক্সচেঞ্জ।