ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

অবৈধ প্রবাসীদের সুখবর দিলো আমিরাত

২০২৪ আগস্ট ০২ ১৫:০৭:৪৬
অবৈধ প্রবাসীদের সুখবর দিলো আমিরাত

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে।

দেশটির সরকার রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীদের জন্য দুই মাসের ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণা করেছে।

আমিরাতের স্থানীয় সময় বৃহস্পতিবার (০১ আগস্ট) দেশটির ফেডারেল অথরিটি সিটিজেনশিপ কাস্টম অ্যান্ড পার্ট সিকিউরিটি (আইসিপি) এই ঘোষণা দিয়েছে।

এরফলে আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীরা যারা দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন তারা দুই মাসের জন্য এই সাধারণ ক্ষমার আওতায় আসতে পারবেন।

অর্থাৎ যারা আগে আরব আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা আগামী ০১ সেপ্টেম্বর থেকে দুই মাসের মধ্যে ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন।

অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আরব আমিরাত ত্যাগ করতে পারবেন।

দেশটির সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও স্বস্তির পরিবেশ দেখা গেছে। ২০২০-২১ সালে করোনা পরবর্তীসময়ে বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন করে দিলে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন।

আরব আমিরাতে ভিজিটে আসা এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। এই সংখ্যা প্রায় কয়েক হাজারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

মিজান/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে