ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

থানার নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

২০২৪ আগস্ট ০৬ ১৯:৫৫:১৫
থানার নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক গুলিবর্ষণ ও দাঙ্গা চালিয়ে সমালোচিত হয়েছেন বাংলাদেশ পুলিশ। তাদের ওপর ক্ষিপ্ত হয়ে দেশের বিভিন্ন থানায় (পুলিশ স্টেশন) হামলা করছেন উত্তেজিত জনতা।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ আগস্ট) বিকাল ৫টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে দেশের নিপারপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আনসারের মিডিয়া শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে। যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে