ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

ওরিয়ন গ্রুপের সব শেয়ার ক্রেতাশুন্য

২০২৪ আগস্ট ০৭ ১১:১০:৩৪
ওরিয়ন গ্রুপের সব শেয়ার ক্রেতাশুন্য

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর আগের দিন মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ১৯৭ পয়েন্ট।

তারপরও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যের মালিকানাধীন ওরিয়ন গ্রুপের চার কোম্পানির শেয়ার ছিল ক্রেতাহীন। বিবর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

কোম্পানিগুলো হলো-কোহিনূর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও বিকন ফার্মা।

আজ বুধবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ডিএসইর সূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি। দর বেড়েছে ১১০টি প্রতিষ্ঠানের।

তারপরও ওরিয়ন গ্রুপের মালিকানাধীন চার কোম্পানির শেয়ার লেনদেনের ক্রেতাহীন অবস্থায় পড়ে আছে।

কোম্পানিগুলোর মধ্যে কোহিনূর কেমিক্যালের শেয়ার আজ ৫৮২ টাকা ৬০ পয়সা থেকে কমে ৫৬৫ টাকা ২০ পয়সায়, ওরিয়ন ইনফিউশনের শেয়ার ৪৯৩ টাকা ১০ পয়সা থেকে কমে ৪৭৮ টাকা ৪০ পয়সায়, ওরিয়ন ফার্মার শেয়ার ৬২ টাকা ৮০ পয়সা থেকে ৬১ টাকায় এবং বিকন ফার্মার শেয়ার ১২৩ টাকা ১০ পয়সা থেকে ১১৯ টাকা ৫০ পয়সায় ক্রেতাশুন্য রয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে