ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

মুশফিকরা কবে পাকিস্তান যাবেন জানা গেল

২০২৪ আগস্ট ০৭ ২০:২২:৪৭
মুশফিকরা কবে পাকিস্তান যাবেন জানা গেল

ক্রীড়া প্রতিবেদক : দেশের চলমান পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত পাকিস্তান সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু অস্থিতিশীল পরিস্থিতিতে নির্ধারিত সময়ে যেতে পারেনি মুশফিক-মুমিনুলদের নিয়ে গড়া ‘এ’দল।

আগামী ১০ আগস্ট প্রথম চারদিনের ম্যাচটি যে আর সময়মতো শুরু হচ্ছে না সেটা তাই আগেই জানা গিয়েছিল। আজ বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ১০ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’ দল।

এদিকে, দেশের চলমান পরিস্থিতিতে অনুশীলনও বাধাগ্রস্ত হয়েছিল। আজ বুধবার (০৭ আগস্ট) সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মিরপুরে অনুশীলনে ফিরেছেন তারা।

বুধবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, পরিবর্তিত সূচিতে ১০ আগস্ট প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান শাহিনের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ ইসলামাবাদ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

‘এ’ দলের পাকিস্তান সফরের সূচি

১০ আগস্ট: ইসলামাবাদে পৌঁছাবে বাংলাদেশ ‘এ’ দল।

১৩-১৬ আগস্ট: প্রথম চারদিনের ম্যাচ

২০-২৩ আগস্ট: দ্বিতীয় চারদিনের ম্যাচ

২৬ আগস্ট: প্রথম একদিনের ম্যাচ

২৮ আগস্ট: দ্বিতীয় একদিনের ম্যাচ

৩০ আগস্ট: তৃতীয় একদিনের ম্যাচ।

তারিক/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে