ঢাকা, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৪ আগস্ট ০৮ ১৫:১৭:৫৪
ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (০৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২০ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- গ্রামীণফোন, প্রগতি লাইফ ইন্সুরেন্স, শাহজিবাজার পাওয়ার, ব্রাক ব্যাংক এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৪ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৩১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংকের ১ কোটি ২৩ লাখ ৪৫ হাজার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে