ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

২০২৪ আগস্ট ০৯ ১৯:৩৪:৫৫
যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে সময়ে মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ।

তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহারে অনেক উৎসাহী। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করছেন।

ব্যবহারকারীরের সুবিধার কথা মাথায় রেখে মেটা প্রতিনিয়ত অ্যাপটিতে নানান পরিবর্তন নিয়ে আসছে।

এবার মেটা জানিয়েছে হোয়াটসঅ্যাপে বেশ কিছু ফিচার আপডেট হবে। এর ফলে অ্যান্ড্রয়েড ফোন ও আইওএস ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ভার্সনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাপের বেশ কিছু ফিচার আপডেট হবে। এর জন্য অ্যান্ড্রয়েড ফোন ও আইওএস অনেক সিরিজে হোয়াটসঅ্যাপে বন্ধ হয়ে যাবে বা ব্যবহার করা যাবে না।

যেসব ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ

আইফোন

আইফোন ৫, আইফোন ৬, আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাস। আইফোনে আইওএস ১২ কিংবা তার থেকে বেশি ভার্সনের মডেলে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করবে।

স্যামসাং

স্যামসাং গ্যালাক্সি এসিই প্লাস, স্যামসাং গ্যালাক্সি কোর, স্যামসাং গ্যালাক্সি এক্সপ্রেস ২, স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড, স্যামসাং গ্যালাক্সি নোট ৩, স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, স্যামসাং গ্যালাক্সি এস৪ অ্যাক্টিভ, স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনি, স্যামসাং গ্যালাক্সি এস৪ জুম।

মোটরোলা

মোটো জি, মোটো এক্স।

সোনি

সোনি সংস্থার সোনি এক্সপিরিয়া জেড১ এবং সোনি এক্সপিরিয়া ই৩-।

হুয়াওয়ে

হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬, হুয়াওয়ে অ্যাসেন্ড জি৫২৫, হুয়াওয়ে সি১৯৯, হুয়াওয়ে জিএক্স১এস, হুয়াওয়ে ওয়াই৬২৫।

এলজি

এলজি অপটিমাস ৪এক্স এইচডি, এলজি অপটিমাস জি, এলজি অপটিমাস জি প্রো, এলজি অপটিমাস এল৭।

এএসএম/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে