ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

পাপন-সালাহউদ্দিনকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

২০২৪ আগস্ট ১০ ১৯:৩৭:৪০
পাপন-সালাহউদ্দিনকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

এই দুই বোর্ডের শীর্ষ কর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর তাদেরকে দেখা যাচ্ছে না।

এরমধ্যে বিসিবি-তে ছিলেন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। আর বাফুফে দীর্ঘদিন যাবত আছেন ক্ষমতাধর কাজী সালাহউদ্দিন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

দায়িত্ব নেওয়ার পর আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই উপদেষ্টা। সেখানে বিসিবি প্রধান পাপন এবং বাফুফে প্রধান কাজী সালাহউদ্দিনকে নিয়ে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে।

জবাবে এই উপদেষ্টা বলেন, ‘নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি, আমরা সিস্টেমের সংস্কার করব। একটা সিস্টেম প্রতিষ্ঠা করব, সেখানে যিনিই নেতৃত্বে আসবেন, প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’

এএসএম/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে