ঢাকা, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

সাত দফা দাবি নিয়ে বিএসইসি-তে বিনিয়োগকারীরা

২০২৪ আগস্ট ১১ ১৯:৩৮:৫৪
সাত দফা দাবি নিয়ে বিএসইসি-তে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের বর্তমান প্রেক্ষাপট থেকে উত্তোরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ৭ দফা দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।

আজ রোববার (১১ আগষ্ট) পুঁজিবাজার জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো: রুহুল আমিন আকন্দ ও সাধারণ সম্পাদক মো: আছাহাব মিয়ার নেতৃত্বে বিএসইসিতে যান বিনিয়োগকারীরা।

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত কমিশনার মো: মহসিন চৌধুরীর কাছে লিখিত তারা তাদের দাবিগুলো পেশ করেন।

সাত দফা দাবি হলো-

১। পুঁজিবাজারকে ঢেলে সাজাতে সৎ ও যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে।

২। বাস্তবিক অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ লোক চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে।

৩। পুঁজিবাজারকে অস্থিতিশীল করা ও কারসাজি চক্রে জড়িত লোকদের শাস্তির আওতায় আনতে হবে।

৪। পুঁজিবাজারে লুটপাট করা ব্যক্তিদের কাছ থেকে অর্থ ফেরতের ব্যবস্থা করতে হবে।

৫। পুঁজিবাজার উন্নয়ন ও গতিশীলতায় যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীদের মতামত নিতে হবে। এতে বিনিয়োগকারীদের নিবন্ধিত সংগঠনের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৬। কোম্পানি সাধারণ সভা (এজিএম/ইজিএম) বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হতে হবে।

৭। পুঁজিবাজার স্থিতিশীলতায় ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড ব্যবহারে বিনিয়োগকারীদের সমন্বয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে