ঢাকা, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

বিকালে লংকাবাংলার বোর্ড সভা, যেমন হতে পারে ডিভিডেন্ড

২০২৪ আগস্ট ১২ ০৭:০২:২৩
বিকালে লংকাবাংলার বোর্ড সভা, যেমন হতে পারে ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বোর্য সভা আজ সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই সভায় চলতি ২০২৪ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময় যা ছিল ৮৬ পয়সা।

আগের অর্থবছর অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২১ পয়সা। ওই বছর শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছিল ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা ক্যাশ ডিভিডেন্ড।

সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের ৯ মাসে ইপিএস হয়েছে ৩৯ পয়সা। এর সঙ্গে যোগ হবে শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস। এতে শেষ প্রান্তিকে ইপিএস বাড়লেও খুব বেশি বড় কিছু হবে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করেন না।

তবে কোম্পানিটি তালিকাভুক্তির পর সর্বনিম্ন ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ। আর সর্বোচ্চ দিয়েছে ৫৫ শতাংশ। সেক্ষেত্রে ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে কোম্পানিটিকে আগের ঐতিহ্য বজায় রাখতে হলে রিজার্ভের সাহায্য নিতে হতে পারে।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩০ কোটি ৮৪ লাখ টাকা। আর মোট শেয়ার সংখ্যা ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে