ঢাকা, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম

২০২৪ আগস্ট ১২ ১০:৫০:৩৭
লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জ্বালানি তেলের পাশাপাশি লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

লুব্রিক্যান্টস বিক্রির বিষয়ে কোম্পানিটি ইউনাইটেড লুব অয়েল নামে একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বলে জানা গেছে।

চুক্তির আওতায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তাদের পেট্রোল পাম্পগুলোর মাধ্যমে সারাদেশে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের আমদানি করা ‘পেট্রোনাস’ ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করবে।

এর আগে গত ১২ জুন অনুষ্ঠিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের সঙ্গে চুক্তি ও পেট্রোনাস ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে।

চুক্তির আওতায় লুব্রিক্যান্টস বিক্রির থেকে বছরে কোম্পানিটির এক কোটি ৫০ লাখ টাকা মুনাফা হতে পারে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে