ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশ ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

২০২৪ আগস্ট ১২ ১৪:৫৩:২০
বাংলাদেশ ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দুই জন ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টা।

আজ সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

পদত্যাগ করা চার কর্মকর্তা হলেন- ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা ফারাহ মো. নাসের।

এর আগে দুপুর একটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলো শিক্ষার্থীরা।

আজ সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এই আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি।

মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন তাহলে এভাবে দেশের অর্থ আরো লুটপাট হবে। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।

দুপুর ১টার মধ্যে চার কর্মকর্তার পদত্যাগের দাবি জানান তারা। দাবি মানা না হলে ছাত্র-জনতার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার শুক্রবার দুপুর ৩টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

গত বুধবার (৭ আগস্ট) একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন।

তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরো চার শীর্ষ কর্মকর্তাকে ‘পদত্যাগে রাজি’ করান।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে