ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

১৫ বছর বিএসইসি কার্যকরি কোনো পদক্ষেপ নিতে পারেনি

২০২৪ আগস্ট ১২ ১৫:০৭:১১
১৫ বছর বিএসইসি কার্যকরি কোনো পদক্ষেপ নিতে পারেনি

নিজস্ব প্রতিবেদক : ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেছেন, গত ১৫ বছর বিএসইসি কার্যকরি কোনো পদক্ষেপ নিতে পারেনি। তিনি শেয়ারবাজারের স্বার্থে বিএসইসির পুনর্গঠনের দাবি জানান।

আজ সোমবার (১২ আগস্ট) ঢাকা ক্লাবে আয়োজিত শেয়ারবাজারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি ঢাকা স্টক এক্সঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর পদত্যাগের দাবি করেন।

অন্তবর্তী সরকারকে স্বাগত জানিয়ে ডিবিএ প্রেসিডেন্ট বলেন, দেশের শেয়াবাজারের ভালো ভবিষ্যত রয়েছে। শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে আমরা বর্তমান সকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, ফ্লোর প্রাইসের মতো নানা রকম প্রতিবন্ধকতা আরোপ করে শেয়ারবাজার বার বার বাধাগ্রস্ত করা হয়েছে। গত ১৫ বছরে একে একে ডিএসইর সমস্ত ক্ষমতা খর্ব করা হয়েছে।

ডিবিএ প্রেসিডেন্ড আরো বলেন, প্রতিটি রোড শোর মাধ্যমে দেশের টাকা ক্ষতি করা হয়েছে। আমরা রোড শোর শেত্বপত্র প্রকাশ করার দাবি জানান। একই সঙ্গে বিএসইসিতে সকল দুর্নীতিবাজদের বাদ দিতে হবে এবং এদের বিচার করতে হবে।

তিনি বলেন, কমিশনারদের মতো বিএসইসিতে অনেক অসৎ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এই কমিশনে কমিশনারদের মতো কর্মকর্তা- কর্মচারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এজন‍্য পুরো কমিশন পূণঃগঠন করতে হবে।

ডিবিএ প্রেসিডেন্ট বলেন, বিগত কয়েক বছরে শেয়ারবাজারে অনিয়মের শেষ নেই। বলে শেষ করা যাবে না। এরমধ্যে উল্ল্যেখযোগ্য অনিয়ম করা হয়েছে- আইপিও, রাইট শেয়ার, ওটিসি থেকে এসএমইতে স্থানান্তর, ফ্লোর প্রাইস ও বিএসইসিতে ১২৭ জন নিয়োগ। সুষ্ঠু তদন্ত করে এসব অনিয়েমের বিচার করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে