ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

কম দামে শেয়ার সংগৃহের কৌশলে বড় বিনিয়োগকারীরা

২০২৪ আগস্ট ১২ ১৫:৩৭:৪৩
কম দামে শেয়ার সংগৃহের কৌশলে বড় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : গত আড়াই বছর দেশের শেয়ারবাজার পতনের বৃত্তে আটকে ছিল। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বেশিই বিক্রি করেছে। যার কারণে শেয়ারবাজার একদিন বাড়লে বিপরীতে তিনদিন কমেছে।

আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় বিনিয়োগকারীদের শেয়ার কেনার চেয়ে বেশি বিক্রি করায় শেয়ারবাজারে তারল্য প্রবাহ কমে যায় এবং লেনদেনও তলানিতে এসে ঠেকে। আর সাধারণ বিনিয়োগকারীদের রক্তক্ষরণ বেড়ে যায়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালের ০১ জানুয়াারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৭ হাজার ১০৫ পয়েন্টে। আর লেনদেন ছিল ১ হাজার ৮০০ কোটি টাকার আশেপাশে। তারপর থেকে ধারাবাহিকভাবে সূচক নামতে থাকে এবং লেনদেনও ক্রমাগত পড়তে থাকে। শেখ হাসিনা সরকারের শেষ কর্মদিবস (০৪ আগস্ট) ডিএসইর সূচক এসে দাঁড়ায় ৫ হাজার ২২৯ পয়েন্টে। আর লেনদেন নেমে যায় ২০৮ কোটি টাকার নিচে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকার গঠনের খবরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় বিনিয়োগকারীরা বাজারমুখী হতে শুরু করেছে। তাদের অংশগ্রহণে চার কর্মদিবসের মাথায়ই ডিএসইর সূচক বেড়েছে ৭৮৬ পয়েন্ট। আর লেনদেনে ছাড়িয়েছে ২ হাজার কোটি টাকা।

তারপরও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় বিনিয়োগকারীরা প্রয়োজনীয় শেয়ার সংগৃহ করতে পারেনি। এখন সেল প্রেসার দিয়ে বাজার কমিয়ে শেয়ার সংগৃহের কৌশলে রয়েছে। যার প্রভাবে বাজারে আজ বড় সংশোধন হয়েছে। তাঁদের মতে, দুই-একদিন বাজার এমন নেতিবাচক থাকার পর আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় অগ্রসর হবে। তাঁরা বলছেন, সামনে শেয়ারবাজারের জন্য সোনালী ভবিষ্যত অপেক্ষা করছে।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ৩৩৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

আজ ডিএসইতে ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার। লেনদেন কমেছে ৮৬৭ কোটি ৬ লাখ টাকা ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৫৭ পয়েন্টে।

সিএসইতে এদিন ২৬৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দর বেড়েছে, কমেছে ১৮৬টির এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইতে ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

মিজান/

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে