ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ নিয়ে যা বললেন চীনের রাষ্ট্রদূত

২০২৪ আগস্ট ১২ ১৭:১০:০৯
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ নিয়ে যা বললেন চীনের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমাদের নীতি হচ্ছে বাংলাদেশের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখবে চীন।

সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের জন্য ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই। আশা করি, অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।’

এর আগে, গত বৃহস্প‌তিবার ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন সদস্য।

তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল রবিবার আরও দুই উপদেষ্টা শপথ নেন। আগামীকাল মঙ্গলবার শপথ নেবেন আরেক উপদেষ্টা।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে