ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

২০২৪ আগস্ট ১২ ১৮:১৫:৪৫
আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ব্যাংকগুলোকে এই দুই জনের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলা হয়েছে।

এর আগে রোববার (১১ আগস্ট) সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারে স্ত্রী, মেয়ের অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।

এদিকে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী ও ইসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএফআইইউ।

গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে