ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

২০২৪ আগস্ট ১৩ ১১:৩৮:৪৫
গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : গণভবন থেকে লুট হওয়া আট লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, একজন লোক সেনাবাহিনীকে খবর দিয়ে বলে যে, তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। এরপর সেখানে গিয়ে সেনাবাহিনী জানতে পারে একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিলো। পরে তিনি ভয়ে টাকা রেখে পালিয়ে যান।

এরপর স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয় সেনাবাহিনীর টহল টিম।

মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট লাখ টাকা উদ্ধার করি।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে