ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

বিএসইসি’র চেয়ারম্যান হওয়ার তালিকায় যারা রয়েছেন

২০২৪ আগস্ট ১৩ ১৬:১৬:৩৫
বিএসইসি’র চেয়ারম্যান হওয়ার তালিকায় যারা রয়েছেন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হওয়ার তালিকায় চার জনের নাম রয়েছে। তাঁরা হলেন-এম মাশরুর রিয়াজ, আব্দুল মতিন পাটোয়ারি, নজরুল হুদা ও মোহাম্মদ মামুনুর রশীদ।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাঁদের মধ্যে বিএসইসির চেয়ারম্যান হিসাবে মাশরুর রিয়াজের নিয়োগ পাওয়ার সম্ভানাই বেশি।

মাশরুর রিয়াজ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি পলিসি এক্সচেঞ্জ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

এই ব্যাপারে মাশরুর রিয়াজ সংবাদ মাধ্যমকে বলেন, এই ধরনের সংবাদ আমিও পেয়েছি। তবে অর্ডার হওয়ার আগ পর্যন্ত কিছু বলতে চাই না।

শেখ হাসিনা সরাকরের পতনের পর গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের পর শেয়ারবাজার অনেকটা নেতৃত্বহীন অবস্থায় চলছে। এই অবস্থায় জরুরী ভিত্তিতে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিতে চলেছে অন্তবর্তী সরকার।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে