ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করার গুঞ্জন!

২০২৪ আগস্ট ১৪ ০৭:০১:৩১
ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করার গুঞ্জন!

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর এবার গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

আওয়ামী লীগের ভেতরে-বাইরে সবচেয়ে আলোচিত-সমালোচিত নেতা ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ওই খবরে বলা হয়- মঙ্গলবার যশোর থেকে গ্রেপ্তার করা হয় ওবায়দুল কাদেরকে।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর একদিন আগেই (০৪ আগস্ট) দেশ থেকে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের টানা তিনবারে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘খেলা হবে’, ‘অন্তরে জ্বালা’ এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায়-সমালোচনায় মুখরিত ছিলেন। তিনি বিরোধী দলের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই নানাভাবে সমালোচনা করতেন। বিরোধীদের তীর্যকভাবে সমালোচনা করা তার অভ্যাসে পরিণত হয়েছিল।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ‘ছাত্রলীগই যথেষ্ট’ বলে গত ১৫ জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে