ঢাকা, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর

২০২৪ আগস্ট ১৪ ১২:১৯:৪৬
শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র দায়ী বলে যে অভিযোগ করেছেন হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যা।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক হাসিনা তার পতনের জন্য যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে যে অভিযোগ করেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এ জবাব দেন প্রধান উপ মুখপাত্র ভেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ে এআরওয়াই'র স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট জাহানযেব আলী জানতে চান, "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে, বিগত কয়েক সপ্তাহের গণ বিক্ষোভে ইন্ধন যুগিয়েছে যুক্তরাষ্ট্র, যে কারণে তার পতন হয়েছে। এ বিষয়ে আপনার কী কোনো মন্তব্য আছে?"

জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, "এটা হাস্যকর। শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্র জড়িত ছিলো-এ ধরনের যেকোনো ধারণা হলো সম্পূর্ণ মিথ্যা।"

তিনি বলেন, "সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা প্রচুর গুজব সম্বলিত খবর দেখেছি। ডিজিটাল ব্যবস্থাপনায় তথ্যের সত্যতা শক্তিশালীকরণে আমরা অবিশ্বাস্যরকমের প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মিত্রদের ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে