পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বর্তমানে কেয়া কসমেটিকসেরঅনুমোদিত মূলধনের পরিমাণ ৭৫০ কোটি টাকা। তা থেকে আরও ২৫০ কোটি টাকা বাড়িয়ে অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকায় উন্নীত করবে কোম্পানিটি।
অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ার হোল্ডারদের সম্মতির জন্য বার্ষিকসাধারণ সভা (এজিএম) আগামী ১৯ নভেম্বর শনিবার, সকাল ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, জারুন, কোনাবাড়ী, গাজীপুরে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।