দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫ কোম্পানির ৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইডিএলসি ফিন্যান্স, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, সাইফ পাওয়ারটেক এবং রেনেটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার তিন কোম্পানি ও দুই মিউচ্যুয়াল ফান্ড মিলে মোট ২১ লাখ ৮৪ হাজার শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। ফান্ডটির আজ ১০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫০ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আইডিএলসি ফিন্যান্স। কোম্পানির মোট ৬ লাখ ৪ হাজার শেয়ার লেনদেন হয় । যার আর্থিক মূল্য ৩ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকা।
এরপর গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ইউনিট লেনদেন করে। যার আর্থিক মূল্য ৫৫ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া রেনেটা ২০ হাজার ও সাইফ পাওয়ারটেকের ৬০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য যথাক্রমে ২ কোটি ২২ লাখ ৮০ হাজার ও ৩৩ লাখ টাকা লেনদেন করে।