ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

নায়িকাদের যেমন ছেলে বিয়ে করা উচিত, জানালেন রচনা

২০২৪ আগস্ট ৩১ ২৩:০০:১৮
নায়িকাদের যেমন ছেলে বিয়ে করা উচিত, জানালেন রচনা

নিজস্ব প্রতিবেদক: ১৯৯১ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতাসহ ভারতের পাঁচটি সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী রচনা ব্যানার্জি। চলতি বছরের জুন থেকে পশ্চিমবঙ্গের হুগলি (লোকসভা কেন্দ্র) সংসদ সদস্য হিসেবে তাক লাগিয়ে দায়িত্ব পালন করছেন তিনি।

একাধারে অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রচনা ব্যানার্জি বলেছেন, আমরা যারা অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছি, বিশেষ করে মেয়েরা, তাদের এমন কাউকে বিয়ে করা উচিত, যারা এই পেশাটাকে বুঝবে, এই পেশার মানুষদের বুঝবে।

রচনা ব্যানার্জি আরও বলেছেন, নায়িকাদের স্বামী যদি অভিনয় পেশার মানুষ হন, খুবই ভালো, না হয় সেই বোধটা থাকা প্রয়োজন। তেমন মানুষের সঙ্গেই সংসারটা করা উচিত। কারণ আমাদের পেশাটা এতটা আলাদা অন্যদের থেকে, সেটা বোঝা, জানা, সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয়। নয়তো পারিবারিক জীবনে সুখি হওয়া খুব মুশলিক।

টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসঙ্গে রচান ব্যানার্জি বলেছেন, প্রসেনজিতের সঙ্গে আমার কনসার্ট করতে সব থেকে বেশি ভয় লাগে। হাতে অনেকটা সময় নিয়ে বের হতেন তিনি। তার গাড়িতে উঠলে তো রক্ষা নেই।

তিনি বলেন, প্রসেনজিতের গাড়ি মোটেও ৪০-এর ওপরে উঠবে না। বেশি জোরে গাড়ি চলুক পছন্দ করেন না অভিনেতা। এমন কি তাকে দেখতে যখন অনেক দর্শকদের সমাগম ঘটে, তখন তিনি রীতিমতো সেখান থেকে লুকিয়ে থাকতেন। অভিনেত্রীর অভিযোগ, তিন ঘণ্টার রাস্তা ৬ ঘণ্টা ধরে যান প্রসেনজিৎ।

এএসএম/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে