সহযোগী প্রতিষ্ঠানের উৎপাদনের খবরে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর চাঙ্গা হয়ে উঠেছে। আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)টপটেন গেইনারের শীর্ষে রাজত্ব করছে এস.আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ দিনভর এস.আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর ২৬ টাকা থেকে ২৮ টাকায় উঠানাম করে সর্বশেষ ২৮ টাকায় লেনদেন হয়। আর সারাদিনে কোম্পানির ২০ লাখ ৯৫ হাজার ৮৮৬টি শেয়ার এক হাজার ৪৩৮ বার হাতবদল হয়।
প্রসঙ্গত, এস আলম কোল্ড রোলড স্টীলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এস আলম পাওয়ার জেনারেশন আজ থেকে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। এই কোম্পানির মাধ্যমে ১৭ মেগাওয়াট ক্যাপটিভ বিদ্যুত উৎপাদিত হবে। এই বিদ্যুৎ কোম্পানির নিজস্ব কারখানায় ব্যবহার করা হবে। ২ ইউনিট বিশিষ্ট এই কোম্পানিটির মাধ্যমে ১৭ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা হবে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ২৪৭ কোটি টাকা। এর ফলে কোম্পানিটির বার্ষিক টার্নওভার হবে প্রায় ১০৮ কোটি টাকা।
আর এমন খবর প্রকাশের পর থেকে আজ এস. আলম কোল্ড রোলডের শেয়ারের চাহিদা বাড়তে থাকে। লেনদেনের এক পর্যায়ে শেয়ারটি আজ হল্টেড হয়ে যায়।