ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

অবসরের ঘোষণা দিলেন সুয়ারেজ

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১২:৫৭:১৮
অবসরের ঘোষণা দিলেন সুয়ারেজ

ক্রীড়া প্রতিবেদক : শেষ পর্যন্ত অবসরেই গেলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানছেন ৩৭ বছর বয়সী এই তারকা।

সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান উরুগুয়ের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডগড়া সুয়ারেজ।

সুয়ারেজ বলেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই (বাংলাদেশ সময় শনিবার) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি।’

সুয়ারেজ বলেন, ‘সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসী যে জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দেব।’

এদিকে গেল জুলাইয়ে কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন তারকা এই ফরোয়ার্ড। তবে ঘরের মাঠ থেকেই অবসর নিতে চেয়েছিলেন। তাই প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি বেছে নিয়েছেন তিনি। ২০০৭ সালে অভিষেকের পর এখন পর্যন্ত উরুগুয়ের জার্সিতে ১৪২ ম্যাচ খেলে ৬৯টি গোল করেছেন তিনি।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে