ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫১

২০২৪ সেপ্টেম্বর ০৪ ১১:২৫:৫২
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পলতাভা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৭১ জন আহত হয়েছেন। হামলায় একটি সামরিক একাডেমি এবং নিকটস্থ একটি হাসপাতাল আক্রান্ত হয়েছে। ইউক্রেনের স্থলবাহিনী নিশ্চিত করেছে, সামরিক কর্মীরা এই হামলায় প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা বিবিসি এ ত খবর প্রকাশ করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পূর্বে সতর্কতা এলার্ম বাজানোর পরে সামরিক একাডেমির বেশিরভাগ সদস্যই বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হয়। করণ এজন্য প্রয়োজনীয় সময় তাদের হাতে ছিল না।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘রুশ হিংস্রতা’ বলে অবিহিত করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে এবং এর কঠোর ও কঠিন প্রতিশোধ নেয়া হবে।

তিনি এসময় ইউক্রেনের মিত্রদের প্রতি আহ্বান জানান তাদেরকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের। এই মুহূর্তে ইউক্রেনের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের স্বল্পতা রয়েছে।

সামরিক ইন্সটিটিউটটির মুখপাত্র মাইকিতা পেত্রভ (২৬) বিবিসিকে হামলার বর্ণনা দিয়েছেন। তিনি মাত্র ২ সপ্তাহ আগেই সেখানে যোগ দিয়েছিলেন। হামলার সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার মাত্র ৩ মিনিটের মধ্যেই দ্বিতীয়টি আঘাত হানে। এসময় চারদিকে অন্ধকার ও ধোঁয়ায় ছেয়ে যায়। ধূলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায় কোনকিছুই ভালো করে দেখা যাচ্ছিলোনা। অনেক সদস্য এ সময়টাতে বাইরে থাকায় তারা প্রাণে বেঁচে যায়। তবে ওই সময়ে ভবনটির বাইরে থাকা অনেকেই ওই মুহূর্তের হামলায় প্রাণ হারিয়েছেন।

এদিকে ইউক্রেন সরকারের এমপি ওলেক্সি গনচারেঙ্কো জানান, পলতাভায় এলার্ম এবং ক্ষেপণাস্ত্র আঘাতের মধ্যে মাত্র ৩ মিনিট সময় ব্যবধান ছিল। এমন পরিস্থিতিতে উঁচু ভবন থেকে নামা প্রায় অসম্ভব।

ইউক্রেনের স্থলবাহিনী জানিয়েছে, হামলার পরপরই একটি তদন্ত শুরু হয়েছে। সামরিক স্থাপনাগুলির নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়াকে এই হামলার জবাব দেয়া হবে। তিনি আরো বলেন, এই মুহূর্তে ইউক্রেনের দরকার দূর-পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা তাদের রুশ সন্ত্রাস থেকে রক্ষা করবে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে